চাটমোহরে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

পাবনার চাটমোহরে সেপটিক ট্যাংকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের আফ্রাতপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম ফরিদ হোসেন (২৩)। তাঁর বাড়ি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা গ্রামে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদ হোসেন ওই মহল্লার খালেদা আক্তার নামে এক শিক্ষকের বাড়িতে সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিলেন। বিকেল ৪টার দিকে হঠাৎ তিনি ট্যাংকের ভেতর পড়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে তাঁর লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মইনুর রহমান বলেন, গভীর ট্যাংকে অক্সিজেন সরবরাহ না থাকায় ফরিদ অসুস্থ হয়ে মারা গেছেন। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দিন বলেন, ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।