মুঠোফোন সেট চুরি করতে তাঁর ৪-৫ সেকেন্ড লাগে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মুঠোফোন সেট চুরি করা তাঁর পেশা। একটি মুঠোফোন সেট চুরি করতে চার থেকে পাঁচ সেকেন্ড সময় নেন তিনি। একজন পদস্থ সেনা কর্মকর্তার মুঠোফান সেট চুরি করে নজরে আসেন তিনি। তাঁকে গত বৃহস্পতিবার রাতে লালদীঘি পাড় এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া চোরের নাম মো. আলমগীর হোসেন (২৬)। তাঁর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। ১৪ মে কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনসন সেন্টারে নগর পুলিশ আয়োজিত ইফতার মাহফিল থেকে চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামশুজ্জামানের একটি মুঠোফোন সেট তাঁর পাঞ্জাবির ডান পকেট থেকে কৌশলে চুরি করেন আলমগীর। এ জন্য আলমগীরের চার থেকে পাঁচ সেকেন্ড লাগে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আলমগীর সামাজিক অনুষ্ঠানে গিয়ে কৌশলে মুঠোফোন সেট ও টাকা চুরি করেন তিনি। সেনা কর্মকর্তার মুঠোফোন চুরি হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে লালদীঘি পাড় এলাকা থেকে গ্রেপ্তার করি।’