উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উইকি লাভস আর্থ ২০১৮ ও উইকি লাভস মনুমেন্টস ২০১৯ প্রতিযোগিতার বিজয়ীরা। ঢাকা, ১৮ মে। ছবি: সংগৃহীত
উইকি লাভস আর্থ ২০১৮ ও উইকি লাভস মনুমেন্টস ২০১৯ প্রতিযোগিতার বিজয়ীরা। ঢাকা, ১৮ মে। ছবি: সংগৃহীত

উইকিপিডিয়ার ছবি প্রতিযোগিতা উইকি লাভস আর্থ ২০১৮ ও উইকি লাভস মনুমেন্টস ২০১৮-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এর মধ্য থেকে ১০টি ছবি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয় এবং আন্তর্জাতিক পর্যায়ের ছবির মধ্য থেকে ৩টি ছবি বাংলাদেশ থেকে বিজয়ী হয়। আজ শনিবার রাজধানীর ফ্রেপড মিলনায়তনে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ থেকে অপু জামান, আজিম খান রনি, আব্দুল মোমিন, নাজমুল হাসান খান, ফাহিম শাহরিয়ার, ইমদাদ হোসেন, সৈয়দ সাজিদুল ইসলামসহ মোট ১০ জন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ২০১৮ তে পুরস্কৃত হয়েছেন।

অপু জামান বলেন, ‘পুরস্কার পেতে খুবই ভালো লাগে এবং আমার এই পুরস্কার বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে সম্মানিত করে। ২০১৫ সালে অলিম্পাস গ্লোবালের আর্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে আমার প্রফেশনাল ছবি তোলার যাত্রা শুরু হয়।’

এরপর তিনি বিভিন্ন সময়ে ন্যাশনাল জিওগ্রাফির (ডেইলি ডোজেন, এসাইনমেন্ট এবং ফটো অব দ্য ডে) স্বীকৃতি, থার্টি ফাইভ এওয়ার্ড মস্কো (প্রথম বাংলাদেশি), বিবিসি ওয়াইল্ড লাইফসহ (প্রথম একমাত্র বাংলাদেশি) আরও আন্তর্জাতিক এবং জাতীয় পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেন। তথ্যসূত্র: বিজ্ঞপ্তি