হাতিরঝিলের ৪৭ ফ্ল্যাট বরাদ্দে লটারি কাল

রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউকের নির্মাণ করা একটি অ্যাপার্টমেন্টের ৪৭টি ফ্ল্যাট আগামীকাল মঙ্গলবার লটারির মাধ্যমে ক্রেতাদের বরাদ্দ দেওয়া হবে। রাজউকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬৫ জন ক্রেতা আবেদন করেছিলেন। ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপার্টমেন্টের উদ্বোধন করবেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দুইটায় রাজউক মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হবে। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ার পরই ২৫ মে উদ্বোধন হবে। এ বিষয়ে তাঁরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন।

হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউক বেজমেন্টসহ দুটি ১৫ তলা ভবন নির্মাণ করে। প্রতিটিতে ৫৬টি করে ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে একটি হাতিরঝিলের জায়গার মালিক বা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বরাদ্দ দেওয়া হবে না। তবে আগেই রাজউক ৪২ জন ক্ষতিগ্রস্তের একটি তালিকা করেছিল। এর ভিত্তিতে তালিকাটি চূড়ান্ত করে পরে বরাদ্দ দেওয়া হবে।

অপর ভবনটির ফ্ল্যাট কিনতে ইচ্ছুকদের কাছে গত জানুয়ারির শুরুতে আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয় রাজউক। আবেদনের শেষ তারিখ ৩০ জানুয়ারির মধ্যে ১৬৯টি আবেদন জমা পড়ে। এগুলো থেকে দুটি বাদ দেওয়া হয়। মঙ্গলবার সেই আবেদনপত্রগুলোরই লটারি হবে। ৫৬টি ফ্ল্যাটের মধ্যে ৪৭টি আবেদনকারীদের বরাদ্দ দিয়ে বাকিগুলো পরে বরাদ্দ দেওয়া হবে বলে রাজউক সূত্রে জানা যায়।

টঙ্গী ডাইভারশন রাস্তার পূর্ব পাশে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) সাবস্টেশনের পেছনে হাতিরঝিলে রাজউকের নিজস্ব অর্থায়নে অ্যাপার্টমেন্ট দুটি গত বছরই নির্মিত হয়েছে। অ্যাপার্টমেন্টের প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট আছে। বিক্রির জন্য নির্ধারিত প্রতিটি ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৬০০ বর্গফুট, এর মধ্যে ‘কমন স্পেস’ আছে ৩১৬ বর্গফুটের। প্রতি বর্গফুটের জন্য দাম নেওয়া হয়েছে আট হাজার টাকা। এ ছাড়া গাড়ি পার্কিংয়ের জন্য ৫ লাখ টাকা এবং পরিষেবার জন্য আরও দেড় লাখ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য প্রতি বর্গফুটের দাম নেওয়া হবে ৪ হাজার টাকা করে।