মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দী আসামির মৃত্যু

মানবতাবিরোধী অপরাধ মামলার কারাবন্দী এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই আসামির নাম ইসমাঈল হোসেন (৭০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মালেকাবাদ গ্রামের মৃত আমির আলীর ছেলে। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

কারারক্ষী আবু ফয়সাল প্রথম আলোকে বলেন, দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে ইসমাঈল হোসেনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ইসমাঈল হোসেনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।