যাত্রীর প্যান্টের ভেতর স্কচটেপে মোড়া সাড়ে ৬ কেজি স্বর্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ছয় কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। গতকাল সোমবার রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি উড়োজাহাজে ওই যাত্রী ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রাজিব দেওয়ান (৩৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জে।

ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, গতকাল সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনের একটি উড়োজাহাজে ঢাকা আসেন রাজিব। গোপন তথ্যের ভিত্তিতে বোর্ডিং ব্রিজ থেকেই তাঁকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাঁর কাছে শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। তাঁর দেহ তল্লাশি করতে চাইলে তিনি পুরোপুরি অসহযোগিতা করেন, ঔদ্ধত্য আচরণ করতে থাকেন। পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে তল্লাশি করা হলে তাঁর প্যান্টের ভেতর ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। প্যান্টের বিভিন্ন জায়গায় স্কচটেপ দিয়ে আটকানো অবস্থায় ছয়টি প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটগুলোর ভেতর ৬৫টি স্বর্ণের বার ছিল। প্রতিটির ওজন ১০০ গ্রাম করে। রাজিবকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জব্দ করা সোনার ওজন সাড়ে ছয় কেজি। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা।