শিশুদের টিফিনের টাকায় দুস্থদের ইফতার

টিফিনের টাকায় শ্রমজীবী, ছিন্নমূল ও ভিক্ষুকদের মধ্যে ইফতার সামগ্রী বিলি করছে শিশুদের হাসি ফাউন্ডেশনের সদস্যরা। হোসেনপুর বাজার, কিশোরগঞ্জ, ২১ মে। ছবি: প্রথম আলো
টিফিনের টাকায় শ্রমজীবী, ছিন্নমূল ও ভিক্ষুকদের মধ্যে ইফতার সামগ্রী বিলি করছে শিশুদের হাসি ফাউন্ডেশনের সদস্যরা। হোসেনপুর বাজার, কিশোরগঞ্জ, ২১ মে। ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের হোসেনপুরে টিফিনের টাকায় শ্রমজীবী, ছিন্নমূল ও ভিক্ষুকদের ইফতার করাল শিশুরা। গতকাল সোমবার ‘শিশুদের হাসি ফাউন্ডেশনে’র সদস্যরা এ আয়োজন করে। ইফতারের আগে হোসেনপুর বাজারে প্রায় অর্ধশত শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের কাছে ওই সংগঠনের সদস্যরা ইফতারসামগ্রী পৌঁছে দেয়।

শিশুদের হাসি ফাউন্ডেশন শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নানা জনহিতকর কাজের মধ্য দিয়ে সংগঠনটি এলাকায় বেশ সাড়া ফেলেছে।

শিশুদের হাসি ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হক রিয়াদ বলে, প্রায় ৩০০ স্কুলপড়ুয়া শিক্ষার্থী প্রতিদিন টিফিন থেকে ১ টাকা করে জমিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়। এবার তারা ইফতারের আয়োজন করেছে। সফলভাবে কাজটি করতে পেরে তাঁরা অনেক খুশি।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল বলেন, খুদে শিক্ষার্থীদের এমন মানবিক কাজে তিনি অনেক খুশি হয়েছেন।