গৃহকর বাড়ানোর প্রস্তাব দিয়ে ঈশ্বরদীর বাজেট ঘোষণা

পৌর নাগরিকদের গৃহ করসহ অন্যান্য কর বাড়ানোর প্রস্তাব ও আয়-ব্যয় সমান রেখে পাবনার ঈশ্বরদী পৌরসভার ১০৪ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকার বাজেট (প্রস্তাবিত খসড়া) ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে পৌরসভা চত্বরে পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান ঈশ্বরদী পৌরসভার ‘২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত খসড়া বাজেট প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা সভায়’ এ বাজেট উপস্থাপন করেন।

বাজেট আলোচনায় জানানো হয়, গত অর্থ বছরে ঈশ্বরদী পৌরসভায় প্রস্তাবিত বাজেট ছিল ১০৫ কোটি ৪২ লাখ ২৭ হাজার ৭৬৯ টাকা। পরবর্তীতে তা সংশোধিত হয়ে দাঁড়ায় ৩৩ কোটি ১৭ লাখ ২৭ হাজার ৪৯০ টাকা। এ থেকে শতকরা ৩১.৪৭ শতাংশ বাস্তবায়ন হয়।