ফেনসিডিলসহ কনস্টেবলকে আটক নিয়ে বিতণ্ডা, দু্ই ঘণ্টা ট্রেন আটকা

ফাইল ছবি
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে মঙ্গলবার বিকেলে ৫৪ বোতল ফেনসিডিলসহ রেল পুলিশের (জিআরপি) এক কনস্টেবলকে আটক করেছে র‍্যাব। এ নিয়ে যশোর স্টেশনে র‍্যাব ও জিআরপির সদস্যদের মধ্যে বিতণ্ডার জেরে ট্রেনটি দুই ঘণ্টা যশোর স্টেশনে আটকে ছিল। পরে সন্ধ্যা সোয়া সাতটায় ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

র‍্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কনস্টেবল মোস্তাকিমের ব্যাগে থাকা ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যেহেতু তিনি সরকারি চাকরিজীবী, তাই তাঁকে ট্রেন থেকে নামিয়ে আলামতসহ তাঁর ঊর্ধ্বতনদের কাছে সোপর্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, ফেনসিডিলসহ ব্যাগটি নিজের হেফাজতে রেখে ইঞ্জিনের পেছনের বগিতে বসেছিলেন কনস্টেবল মোস্তাকিম।

তবে রেল পুলিশের (জিআরপি) এসআই তারিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হয়েছে। মোস্তাকিমের কাছ থেকে নয়, বরং তাঁর পাশ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়েছে। মোস্তাকিমকে খুলনায় জিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।