রূপপুরের সেই প্রকৌশলী প্রত্যাহার

মাসুদুল আলম। ছবি: সংগৃহীত
মাসুদুল আলম। ছবি: সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কেনাকাটায় অনিয়মের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম আলোকে আজ বুধবার এই তথ্য জানান। তিনি বলেন, সেই নির্বাহী প্রকৌশলীকে গতকাল মঙ্গলবার প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। আজ তা কার্যকর করা হয়েছে। 


পাবনার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলমের বিরুদ্ধে এই প্রকল্পের আওতাধীন গ্রিনসিটি বহুতল ভবনের মালামাল কেনাকাটায় অবিশ্বাস্য রকম দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি তিনি ফ্ল্যাটে মালামাল ওঠানোর ক্ষেত্রে যে ব্যয় দেখিয়েছেন, সেটাও অবিশ্বাস্য। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। মাসুদুল আলমকে প্রত্যাহার করে গণপূর্ত অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।