ম-ম পাহাড়ি কাঁঠাল

>

সিলেটে অঞ্চলের বিভিন্ন উপজেলার পাহাড়-টিলায় রয়েছে প্রচুর কাঁঠালগাছ। এসব গাছের কাঁঠালের বেশ চাহিদা রয়েছে। মৌসুমের এ সময় ট্রাকে করে কাঁঠাল আনা হয় নগরের কদমতলী এলাকায়। বসে অস্থায়ী ‘কাঁঠালের হাট’। চলে পাইকারি ও খুচরা বিকিকিনি।

ট্রাক থেকে নামানো হচ্ছে কাঁঠাল
ট্রাক থেকে নামানো হচ্ছে কাঁঠাল
শৃঙ্খলা মেনে কাঁঠাল নামানো হচ্ছে
শৃঙ্খলা মেনে কাঁঠাল নামানো হচ্ছে
বাজারে পাহাড়-টিলার কাঁঠালের কদরও বেশ
বাজারে পাহাড়-টিলার কাঁঠালের কদরও বেশ
মৌসুমের এ সময়ে ট্রাকে কাঁঠাল আনা হয় নগরের কদমতলী এলাকায়
মৌসুমের এ সময়ে ট্রাকে কাঁঠাল আনা হয় নগরের কদমতলী এলাকায়
অস্থায়ী ’কাঁঠালের হাট’
অস্থায়ী ’কাঁঠালের হাট’
চলছে পাইকারি ও খুচরা বেচাকেনা
চলছে পাইকারি ও খুচরা বেচাকেনা
বিক্রির জন্য কাঁঠালের স্তূপ
বিক্রির জন্য কাঁঠালের স্তূপ
আকারভেদে কাঁঠাল বিক্রি হয় ২০ থেকে ২৫০ টাকায়
আকারভেদে কাঁঠাল বিক্রি হয় ২০ থেকে ২৫০ টাকায়