পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালীতে মাদক মামলায় লিটন খন্দকার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার পটুয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বাউফল উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামে অভিযান চালায়। সেলিম মৃধার নির্মাণাধীন টিনের ঘর থেকে ৪৮৩টি ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ লিটন খন্দকারকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন বাদী হয়ে আটক লিটন খন্দকারের বিরুদ্ধে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম ওই বছরের ৩১ মার্চ লিটন খন্দকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত বাদী ও তদন্ত কর্মকর্তাসহ নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আসামির অনুপস্থিতিতে রায় দেন।