স্কুলছাত্রীকে হাতুড়ি পেটার ঘটনায় মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়ি পেটার ঘটনায় দুজনের নামে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা করেন।

গতকাল শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার অষ্টম শ্রেণির ছাত্রীটি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মামলায় ওবায়দুর রহমান (২০) ও কাবুল জমাদ্দারকে (২৫) আসামি করা হয়েছে। কাবুল দীননাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী। তাঁকে শনিবার দুপুরেই গ্রেপ্তার করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে কাবুলকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার তদন্ত করবেন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

মামলায় উল্লেখ করা হয়েছে, ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার ভোরে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল। রাস্তায় বখাটে ওবায়দুর ও তাঁর সহযোগী কাবুল ছাত্রীর পথরোধ করেন। ওবায়দুর তাকে আটকে রাখেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে ওবায়দুর তাকে বেধড়ক হাতুড়ি পেটা করেন এবং কাবুল কিল-ঘুষি মারেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, মূল আসামি ওবায়দুরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।