ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার: ডিএমপি কমিশনার

দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৬ মে। ছবি: বাসস
দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন, ঢাকা, ২৬ মে। ছবি: বাসস

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদকে ঘিরে মার্কেট, শপিং মল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে এ কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে নগরবাসী যাতে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে জন্য পোশাকে ও সাদাপোশাকে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অজ্ঞান পার্টি, চোর ও ছিনতাইকারী ধরতে গোয়েন্দা নজরদারিও করা হচ্ছে। ঢাকায় ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধ করা হবে। যদি কেউ এসবের চেষ্টা করে, তাকে কঠোর হাতে দমন করব।

মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদে ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা ঢাকা শহরে পুলিশের পাহারা থাকবে, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী থাকবে, আমরাও থাকব। সবাই মিলে একটা নিরাপত্তা বলয় তৈরি করব। থাকবে নিরাপত্তা চেকপোস্ট, তল্লাশি ও রাস্তায় ব্যারিকেড ব্যবস্থা।’

মাদকের ভয়াবহতা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘মাদক ক্যানসারের থেকে ভয়াবহ। এই ঢাকা মহানগরীতে মাদক ব্যবসাকে চিরতরে বন্ধ করব। কেউ যদি মাদকের ব্যবসা করে, মাদক খায় ও মাদকের আখড়া বসায়, তাহলে আমাদেরকে জানাবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। পরিবারের কেউ মাদকাসক্ত হলে সেই পরিবার ক্ষতিগ্রস্ত হয়। মাদক ব্যবসা যেই করে, পুলিশকে খবর দিন, আমরা তাকে আইনের আওতায় আনব। আমরা জঙ্গিবাদকে যেভাবে নিয়ন্ত্রণ করেছি, মাদককেও সেভাবে নিয়ন্ত্রণ করব।’

ডিএমপির তেজগাঁও বিভাগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তেজগাঁও বিভাগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫০০ পিস ও মিরপুর বিভাগের শেরেবাংলা স্টেডিয়ামের ৪ নম্বর গেইট-সংলগ্ন এলাকায় ২ হাজার পিস ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি, ও ছোট বাচ্চাদের পোশাক) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আহম্মাদ সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।