হাতির আক্রমণে নাইক্ষ্যংছড়িতে একজনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোর চারটায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ম্রা চিং অং মার্মা (৫২)। তিনি সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হেডম্যানপাড়ার বাসিন্দা।

উপজেলার সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম খাইরুল আলম রবিন বলেন, হেডম্যানপাড়ার পাশে ম্রা চিং মার্মা রাত জেগে নিজ জমির পাকা ধান পাহারা দিচ্ছিলেন। ভোর চারটার দিকে একদল বন্য হাতি ধানখেতে হানা দেয়। এ সময় হাতির আক্রমণ প্রতিহত করতে গিয়ে ঘটস্থলেই ম্রা চিং অং মার্মা মারা যান। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ম্রা চিং অং মার্মার লাশ তাঁর স্ত্রী হ্লাপ্রচিং মার্মার কাছে হস্তান্তর করা হয়েছে।