প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে গণফোরামের ইফতারে ফারুক খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে গণফোরামের ইফতারে অংশ নেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। গণফোরামের আমন্ত্রণে সাড়া দিয়ে এ ইফতারে অংশ নেন তিনি।

আজ রোববার রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে গণফোরামের ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। ইফতারে অংশ নিয়ে ফারুক খান বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে ইফতারে উপস্থিত থাকতে পারছেন না। তবে প্রধানমন্ত্রী তাঁর পক্ষ থেকে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের পক্ষে থেকে সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

আওয়ামী লীগ নেতা ফারুক খান এলেও গতকাল শনিবার রাজনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে গণফোরাম বা জাতীয় ঐক্যফ্রন্টের কোনো নেতা অংশ নেননি।

ইফতার শুরুর আগে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ইফতারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

গণফোরামের ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মাহবুব উদ্দিন খোকন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ প্রমুখ।