ঈদের জামাত সকাল সাড়ে আটটায়

এবার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে বড় ধরনের ঝড়বৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল নয়টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিকেলে ডিএসসিসির নগর ভবনের ব্যাংক ফ্লোরে জাতীয় ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতিসংক্রান্ত সভায় মেয়র এসব তথ্য জানান।

মেয়র বলেন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করছি, সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারব। ঈদের জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহে পুলিশের চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।’ তিনি আরও বলেন, প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহে একসঙ্গে ৮৫ হাজার মুসল্লি এবং ৫ হাজার নারী মুসল্লির জন্য জামাতের ব্যবস্থা থাকবে। একসঙ্গে যেন ১৪০ জন মুসল্লি অজু করতে পারেন সেই ব্যবস্থাও জাতীয় ঈদগাহে থাকবে।