কষ্টের ফসল তোলা

>

এবার ধান কাটার শ্রমিকদের ব্যাপক কদর। কৃষকদের প্রতি বিঘা জমির ধান কাটতে গুনতে হয়েছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা। তবু মিলছে না ধান কাটার শ্রমিক। নিরুপায় হয়ে এক পরিবারের সদস্যরা নিজেরাই নেমে যান কষ্টের সোনালি ফসল ঘরে তুলতে। এক সকালে ধান কেটে ঘরে তোলার কয়েকটি দৃশ্য তুলে ধরা হলো।

সম্পর্কে দাদি-নাতি। বোরো ধান কাটতে নাতি শামীম আকন্দের হাতের আঙুল কেটে গেছে কাস্তেয়। দাদি বেগুনি বেগম শাড়ির আঁচল ছিঁড়ে নাতির কেটে যাওয়া আঙুল বেঁধে দিচ্ছেন।
সম্পর্কে দাদি-নাতি। বোরো ধান কাটতে নাতি শামীম আকন্দের হাতের আঙুল কেটে গেছে কাস্তেয়। দাদি বেগুনি বেগম শাড়ির আঁচল ছিঁড়ে নাতির কেটে যাওয়া আঙুল বেঁধে দিচ্ছেন।
কাটা আঙুলে পট্টি বাঁধার পর আবার ধান কাটার কাজে ব্যস্ত শামীম
কাটা আঙুলে পট্টি বাঁধার পর আবার ধান কাটার কাজে ব্যস্ত শামীম
কষ্ট করে ধান ঘরে তোলা
কষ্ট করে ধান ঘরে তোলা
যত কষ্টই হোক, ধানের আঁটি তো উঠানে নিতে হবে
যত কষ্টই হোক, ধানের আঁটি তো উঠানে নিতে হবে
বসে নেই লাইলী বেগম। তিনিও সোনালি ফসল ঘরে তুলতে নেমে পড়েছে মাঠে। কেটে দেওয়া ধান পানি থেকে জমির আইলে তুলছেন
বসে নেই লাইলী বেগম। তিনিও সোনালি ফসল ঘরে তুলতে নেমে পড়েছে মাঠে। কেটে দেওয়া ধান পানি থেকে জমির আইলে তুলছেন
ফসল ঘরে তুলতেই হবে। বেশি দামেও মিলছে না শ্রমিক। তাই ধান ঘরে তুলতে মাঠে গিয়েছে বাড়ির শিশু রাহুল আকন্দ
ফসল ঘরে তুলতেই হবে। বেশি দামেও মিলছে না শ্রমিক। তাই ধান ঘরে তুলতে মাঠে গিয়েছে বাড়ির শিশু রাহুল আকন্দ