প্রতিবন্ধী কৃষকের ধান কিনতে সরাসরি উঠানে ইউএনও

কৃষক হায়দার আলীর থেকে ধান কিনছেন ইউএনও এস এম গোলাম কিবরিয়া। নীলফামারী, সৈয়দপুর, ২৭ মে। ছবি: প্রথম আলো
কৃষক হায়দার আলীর থেকে ধান কিনছেন ইউএনও এস এম গোলাম কিবরিয়া। নীলফামারী, সৈয়দপুর, ২৭ মে। ছবি: প্রথম আলো

এক প্রতিবন্ধী কৃষকের বাড়ি এসে প্রায় দেড় মেট্রিক টন ধান সংগ্রহ করলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সোমবার দুপুরে হঠাৎ ওই কৃষকের বাড়ির উঠানে হাজির হন ইউএনও এস এম গোলাম কিবরিয়া। এরপর তিনি সরকার-নির্ধারিত মূল্যে ওই কৃষকের থেকে ধান কেনেন।

ওই কৃষকের নাম হায়দার আলী। সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নের সলেমানপাড়ার বাসিন্দা। হায়দার আলীর পরিবারের তিন ভাই, এক বোনসহ ছেলে-মেয়েরা সবাই প্রতিবন্ধী। তাঁদের মধ্যে তিন ভাই কৃষক।

সরেজমিনে গেলে কৃষক হায়দার আলীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‌‘এইবার হাটত ধানের দর নাই, কষ্টে আবাদ করা ধান পানির দামে বেচে কি খানু হ্যায়? প্রধানমন্ত্রী নোক (লোক) পাঠায়ে হামার আঙ্গিনা (উঠান) থাকি ধান নিয়া গেইল।’

সৈয়দপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ বলেন, ‘আমরা খবর পাই প্রতিবন্ধী পরিবারটির তিন ভাই ধান নিয়ে বিপাকে পড়েছেন। পরে প্রতিজনের কাছ থেকে ৪৮০ কেজি করে প্রায় দেড় মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। সরকারি-নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ২৬ টাকা হিসাবে প্রদান করা হয়।