কালকিনিতে বিস্ফোরণে কলেজছাত্র আহত

মাদারীপুরের কালকিনিতে ‘বোমা’ বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় মো. মহিউদ্দিন (১৮) নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. মহিউদ্দিন শরীয়তপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহিউদ্দিন তাঁর বাড়ির পাশের একটি নির্জন বাগানে বসে বিস্ফোরকজাতীয় কিছু তৈরি করছিলেন। এ সময় তাঁর ডান হাতে সেটা হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তাঁর ডান হাতের কবজিসহ ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিউদ্দিনের অবস্থার অবনতি হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘বিস্ফোরকজাতীয় কোনো বস্তুর আঘাত নিয়ে এক তরুণ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তার ডান হাত ও চোখ গুরুতর জখম হয়। এ ছাড়া পায়েও আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমরা লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকা থেকে এর আগেও বিস্ফোরকজাতীয় দ্রব্য উদ্ধার করেছি। আমরা ধারণা করছি ঈদ সামনে রেখে একটি মহল হয়তো পটকাসদৃশ কিছু বিস্ফোরক প্রস্তুত করছিল। তখন বিস্ফোরিত হয়ে এক তরুণের হাত ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’