কৃষকের বাড়িতে গিয়ে ধান কিনলেন ইউএনও

বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে এক কৃষকের বাড়িতে গিয়ে ধান কিনেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুদুর রহমান। সোমবার সকালে ওই গ্রামের কৃষক মাজেদ আলীর কাছ থেকে সরাসরি ধান কেনেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ ও রওশন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক, কাহালু সরকারি খাদ্যগুদামের পরিদর্শক মাসুদ রানা প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামাণিক প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধান কেনা কর্মসূচি চালু করা হয়েছে। প্রথম দিনেই কৃষক মাজেদ আলীসহ তিনজনের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৮ থেকে ১০ মণ ধান কেনা হয়েছে।

কৃষক মাজেদ আলী প্রথম আলোকে বলেন, ‘সরকারিভাবে গুদামে ধান কেনা হয় ঠিকই, কিন্তু হামরা কোনো দিন সেই সুযোগ পায়নি। এবার এ ব্যবস্থা করায় কৃষকের উপকার হবে।’