নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজ হুকুমদাতা, আসামি ১৬ জন

অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। ছবি: প্রথম আলো
অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। ছবি: প্রথম আলো

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মোট ১৬ জনকে আসামি করে আদালতে জমা দেওয়ার জন্য অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের প্রধান (ডিআইজি) বনজ কুমার মজুমদার এ কথা জানান। অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আগে পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল বুধবার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাতকে সরাসরি পুড়িয়ে মারায় অংশ নেন পাঁচজন। এ ছাড়া এই হত্যার ঘটনায় বিভিন্নভাবে যাঁরা জড়িত, তাঁদের আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা ১৬। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা রুহুল আমীন ও মাকসুদ আলমকেও আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বনজ কুমার বলেন, তাঁরা আশা করেন, আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন। অভিযোগপত্রেও তাঁরা সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।