মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তি হলেন সাইদুর রহমান (৫৮)। তিনি উপজেলার চককীর্তি ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, এক সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ১১ মার্চ সাইদুর রহমানের নিজ বাড়ি থেকে ১ হাজার ৯৮৪ বোতল ফেনসিডিলসহ তাঁকে আটক করে র‌্যাব-৫ এর একটি দল। এই ঘটনায় ১২ মার্চ র‌্যাব-৫-এর পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ২০১৬ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।