'খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন'

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন, অনেক ভালো আছেন। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে আজকে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।’

আজ বুধবার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পরিচালক এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কে মাহবুবুল হক বলেন, ‘খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। আর্থরাইটিস অনেক উন্নতি হচ্ছে। তাঁর জিহ্বায় যে ঘা হয়েছিল, সেটা আমাদের প্রায় সবার মুখেই হয়। সেটা অন্য কিছু না। জিহ্বার ঘা ৯০ শতাংশ সেরে গেছে। তিনি রোজা রাখছেন। ছোলাসহ অন্যান্য স্বাভাবিক খাবার খাচ্ছেন।’

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মিডিয়ায় বেশ কিছু দিন ধরে যে কথাগুলো এসেছে, আসলে সেটা ভুল। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ না করেই তারা এসব কথা প্রচার করছে।’

সাংবাদিকদের উদ্দেশে পরিচালক বলেন, ‘আসলে আমরা কেউ কি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের বাইরে? রাস্তায় বের হলে বাসায় ঠিকমতো ফিরতে পারবেন, তার নিশ্চয়তা আছে?’

পরিচালক এ কে মাহবুবুল হক বলেন, ‘যত দিন আমি তাঁকে দেখতে গিয়েছি, সব সময় তিনি হাসিমুখে কথা বলেছেন। কখনো মনে হয়নি তিনি বিরক্ত। কখনো বলেননি, আমি মরে যাচ্ছি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন।’ চিকিৎসা নিয়ে খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসায় সন্তুষ্ট।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার জিলান মিয়া সরকারসহ অন্য চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।