স্কুলছাত্রীকে হাতুড়িপেটার ঘটনায় প্রধান আসামি কারাগারে

ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটা কারার ঘটনায় প্রধান আসামি ওবায়দুর রহমানকে (২০) কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে ওবায়দুরকে লোহাগাড়ার আমলি আদালতে নিলে এ আদেশ দেন আদালত।

ওবায়দুরের বাড়ি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায়। 


এর আগে বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে সাংবাদিকদের সামনে ওবায়দুরকে উপস্থিত করা হয়। এ সময় হাতুড়িপেটার বিষয়ে ওবায়দুর সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁকে উত্ত্যক্ত করি, এ অভিযোগ সে বিভিন্নজনের কাছে করে, তাই আমি রেগে গিয়ে তাকে হাতুড়িপেটা করেছি।’

পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দীনের তত্ত্বাবধানে লোহাগড়া থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নানা কৌশলে ওবায়দুরকে গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার ভোরে ওই ছাত্রীর ওপর ওবায়দুর ও তাঁর সহযোগী কাবুল হামলা চালান। শনিবারই ওই দুজনের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। মামলার পরে কাবুলকে শনিবার দুপুরেই গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া, হামলার শিকার ছাত্রী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘দ্রুততম সময়ে দক্ষতার সঙ্গে এ ঘটনার প্রধান ও মূল আসামি গ্রেপ্তার হওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নড়াইলের পুলিশ বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশের দলটি গ্রেপ্তার অভিযান সফল করায় তাঁদের পুরস্কার দেওয়া হবে।’