মাইক্রোবাসের ধাক্কা, স্কুলছাত্রীসহ প্রাণ গেল দুজনের

সড়ক দিয়ে যাচ্ছিলেন এক স্কুলছাত্রী ও আরেক যুবক। পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁদের সজোরে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বুধবার ঝিনাইদহের পোড়াহাটি এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এই ঘটনা।

মারা যাওয়া দুজন হলেন পথচারী স্কুলছাত্রী তাসলিমা খাতুন (১৪) ও মোটরসাইকেল আরোহী যুবক ইমামুল হক (২০)। স্কুলছাত্রী তাসলিমা ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে। আর উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পুরোনো মাইক্রোবাস ঝিনাইদহের দিকে আসছিল। পোড়াহাটি এলাকায় মাইক্রোবাসটির সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে পথচারী স্কুলছাত্রী তাসলিমা খাতুন ও মোটরসাইকেল আরোহী ইমামুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁরা মারা যান।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বলেন, মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছেন।