ঢাবি বিতর্ক সংসদের সভাপতি ছাত্রলীগের পদে

এস এম রাকিব সিরাজী
এস এম রাকিব সিরাজী

ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের (ডিইউডিএস) সভাপতি এস এম রাকিব সিরাজী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে সাহিত্য সম্পাদক পদ পেয়েছেন। তবে ডিইউডিএসের গঠনতন্ত্রে কোনো রাজনৈতিক সংগঠনের পদ নিলে সদস্যপদ বাতিল হওয়ার কথা বলা আছে।

আংশিক কমিটি (সভাপতি-সাধারণ সম্পাদক) ঘোষণার ১০ মাস পর আজ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী পদসংখ্যা ১৫১টি হলেও কমিটি করা হয়েছে ২৫১ সদস্যের।

ডিইউডিএসের গঠনতন্ত্রের ৬ (ঠ) ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী পরিষদের কেউ কোনো রাজনৈতিক সংগঠনের পদ গ্রহণ করলে তাঁর সদস্যপদ বাতিল হবে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া ডিইউডিএসের সভাপতি এস এম রাকিব সিরাজী প্রথম আলোকে বলেন, ‘আমাদের গঠনতন্ত্রটি খুব পুরোনো। ইতিমধ্যেই বেশ কয়েকবার গঠনতন্ত্রের ওই ধারা পরিবর্তনের দাবি উঠেছে। ব্যস্ততার কারণে হয়তো তা করা হয়ে ওঠেনি। তবে রাজনৈতিক সংগঠনের পদ নেওয়ার বিষয়ে সবারই মৌন সম্মতি আছে। ধারাটি বাতিল করতে আমরা কাজ করছি। আর বাংলাদেশে লিখিত গঠনতন্ত্র খুব কমই মানা হয়। বিতার্কিকরা সমাজ-রাষ্ট্র নিয়ে ভাবেন। ফলে তাদের রাজনীতিতে আসা উচিত। তাই এটি নিয়ে বিতর্কের সুযোগ নেই।’

ডিইউডিএসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুতী আসাদ বলছেন, তাদের সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো রাজনৈতিক সংগঠনের পদ গ্রহণ করলে সদস্যপদ বাতিল হওয়ার বিধান আছে। সে ক্ষেত্রে কেউ অভিযোগ করলে সেটি তাঁরা শুনবেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে দুটি বিষয় আছে। একটি গঠনতন্ত্র, অন্যটি প্রথা। প্রথা অনুযায়ী সাবেক অনেকেই রাজনৈতিক ছাত্রসংগঠনের পদে ছিলেন। গঠনতন্ত্রের সব ধারাও সবসময় অনুসরণ করা হয় না।’

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দাবি, ডিইডিএসের গঠনতন্ত্রের ওই ধারা কেবল সংগঠনের নির্বাচনকালীন সময়ে প্রযোজ্য। তিনি প্রথম আলোকে বলেন, ‘ডিইউডিএসের সাবেক অনেক সভাপতি-সাধারণ সম্পাদক ছাত্রলীগের পদধারী ছিলেন। ফলে এটি একটি প্রথাগত ব্যাপার।’

কমিটির আকার গঠনতন্ত্র নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ার বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, ‘এই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি উপহার। বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী যেহেতু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত, সেহেতু তাদের যেন যথাযথ মূল্যায়ন করা যায়, সেজন্য সুষম সমন্বয় করে কমিটি দেওয়া হয়েছে।’