বাগেরহাটে বাসের চাপায় নানি-নাতনির মৃত্যু

দুর্ঘটনা
দুর্ঘটনা

বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী শিশুসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের বাদামতলা এলাকায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামের তোফেল উদ্দিনের স্ত্রী মনা বেগম (৪৮) এবং পার্শ্ববর্তী রামপাল উপজেলার গিলাতলা গ্রামের আজম খানের মেয়ে রানী আক্তার (৭)। তারা সম্পর্কে নানি-নাতনি।

পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে নাতনি রানীকে পোশাক কিনে দিতে শহরে নিয়ে যাচ্ছিলেন মনা বেগম। ডেমা থেকে শহরে ঢোকার আগেই রাস্তা পার হওয়ার সময় তাঁরা বাসের নিচে চাপা পড়েন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, আজ বিকেলে খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে পথচারী নানি-নাতনিকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ইমরান মোহাম্মদ বলেন, আহতদের হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।