খুলনায় মানসিক ভারসাম্যহীন ভিক্ষুকের ব্যাগে ৫ লাখ টাকা

খুলনায় মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির ব্যাগে মিলেছে প্রায় ৫ লাখ টাকা। ছবি: সংগৃহীত
খুলনায় মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির ব্যাগে মিলেছে প্রায় ৫ লাখ টাকা। ছবি: সংগৃহীত

খুলনা নগরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের ময়লা কাপড়ের ঝুলিতে প্রায় ৫ লাখ টাকা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে কৌতুহলবশত স্থানীয় কয়েকজন যুবক খালিশপুর (পিপলস) জুট মিল গেট এলাকায় তাঁর ব্যাগ তল্লাশি করলে ওই টাকা পাওয়া যায়। পরে পুলিশ টাকাসহ ওই ব্যক্তিকে নিজেদের জিম্মায় নেয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের দৌলতপুর বাজার, বিএল কলেজ, খালিশপুর পিপলস গোল চত্বর এলাকায় দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিকে দেখা যায়। কারও কাছে তিনি কখনো টাকা চান না। লোকজন এমনিতেই তাঁকে টাকা ও খাবার দিত।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তাঁর নাম জেবাল হক বলে জানা গেছে। স্বাধীনতার পর থেকেই সে খালিশপুর অঞ্চলে পথে পথে ভিক্ষা করে। বাড়ির ঠিকানা জানতে চাইলে সে বলেছে, “লাশখানা থেকে লঞ্চে খুলনা আসছি”। বেশি টাকা হলেই সে ১০০ ও ৫০০ টাকার নোট বানিয়ে ব্যাগের মধ্যে রাখত।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর জোনের সহকারী কমিশনার (এসি) তারিক রহমান প্রথম আলোকে বলেন, ‘মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির কাছে ৪ লাখ ৮২ হাজার টাকা ছিল। এই পরিমাণ টাকা একজন মানসিক ভারসাম্যহীন মানুষের কাছে থাকা, যিনি রাস্তাঘাটে শুয়ে থাকেন, তা তাঁর জীবনের জন্য হুমকি। এ কারণে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়। জব্দ তালিকায় টাকার ওই পরিমাণ দেখিয়ে সংরক্ষণের জন্য টাকাগুলো সরকারি কোষাগার (ট্রেজারিতে) রাখা হচ্ছে। চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে চ্যারিটি অব মাদার তেরেসা নামের একটি সংগঠনে পাঠানো হয়েছে। সুস্থ হওয়ার পর তাঁর টাকা তাঁকে ফেরত দেওয়া হবে। তারপরের বিষয় তাঁর কাছে।’