ভুয়া ভাউচারে কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ভুয়া ভাউচার নম্বর বসিয়ে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন ব্যাংকটির সহকারী ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন। এবার তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন মামলাটি করেন। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা স্থানীয় কার্যালয়ে সঞ্চয়পত্রের অসমন্বিত অবস্থার সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভাউচার বা রেফারেন্স নম্বর ব্যবহার করে জাকির এক কোটি এক লাখ ২২ হাজার ২৩০ টাকা নিজের হিসাবে স্থানান্তর করেন। পরে অর্থের উৎস গোপন করতে একটি সঞ্চয়ী হিসাবে নয় লাখ ২০ হাজার ২৩০ টাকা জমা করেন এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে বাকি ৯২ লাখ টাকা মূল্যের পাঁচটি মেয়াদি আমানত হিসাব খোলেন।

পরে সময়ের ব্যবধানে সে আমানতগুলো নগদায়ন করে স্টাফ সঞ্চয়ী হিসাবে জমা করেন। ছোট ছোট পরিমাণে ওই অর্থ তুলে নিয়ে তিনি আত্মসাৎ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।