মেরামত হচ্ছে 'মার খাওয়া' গাড়ি

>ঈদ সামনে রেখে ঢাকার যাত্রাবাড়ী ও মাতুয়াইল এলাকায় চলছে পুরোনো ভাঙাচোরা দূরপাল্লার বাস মেরামতের কাজ। তবে বাস এবং কারখানার লোকজন বলছেন, ‘একটু–আধটু মার খাওয়া গাড়ি মেরামত হচ্ছে।’ তবে সরেজমিনে দেখা গেল, বেশির ভাগ বাসই পুরোনো। সেগুলো জোড়াতালি দেওয়া হচ্ছে। বদলানো হচ্ছে সিটের কভার এবং গাড়ির বাইরের রং। কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, বেশির ভাগ বাসের মেরামতের কাজ শেষ। ছবিগুলো বৃহস্পতিবারের।
পুরোনো গাড়ির গায়ে লাগানো হচ্ছে রঙিন স্টিকার।
পুরোনো গাড়ির গায়ে লাগানো হচ্ছে রঙিন স্টিকার।
ভাঙাচোরা বাসে জোড়াতালি দেওয়া হচ্ছে।
ভাঙাচোরা বাসে জোড়াতালি দেওয়া হচ্ছে।
জীর্ণ বাসের ক্ষত ঢাকার কাজ চলছে।
জীর্ণ বাসের ক্ষত ঢাকার কাজ চলছে।
পুরোনো গাড়ির রং বদলে দেওয়া হচ্ছে।
পুরোনো গাড়ির রং বদলে দেওয়া হচ্ছে।
রং করা শেষে গাড়ির সামনে লাগানো হচ্ছে লোগো।
রং করা শেষে গাড়ির সামনে লাগানো হচ্ছে লোগো।
পরিবর্তন করা হচ্ছে গাড়ির ভেতরের সাজসজ্জা।
পরিবর্তন করা হচ্ছে গাড়ির ভেতরের সাজসজ্জা।
ঢাকা–লক্ষ্মীপুর রুটের একটি পুরোনো বাস মেরামতে ব্যস্ত শ্রমিকেরা।
ঢাকা–লক্ষ্মীপুর রুটের একটি পুরোনো বাস মেরামতে ব্যস্ত শ্রমিকেরা।