বিমানবন্দরে বিরল প্রজাতির পাখি আটক

কিল-বিল্ট টুকেন নামের বিরল প্রজাতির ২৪টি পাখি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ৩০ মে। ছবি: প্রথম আলো
কিল-বিল্ট টুকেন নামের বিরল প্রজাতির ২৪টি পাখি উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ৩০ মে। ছবি: প্রথম আলো

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি বিরল প্রজাতির বিদেশি পাখি আটক করেছে। আফ্রিকা থেকে অবৈধ ভাবে কিল-বিল্ট টুকেন নামের ওই পাখি আনার সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আটক করে শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক শহিদুল ইসলাম বলেন, পাখি আনার বিষয়ে বিদেশি সংস্থা থেকে কাস্টমস গোয়েন্দা একটি গোপন সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা দলটি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কাতার থেকে আসা একটি ফ্লাইটের লাগেজ নামানোর সময় সন্ধান চালায়। একপর্যায়ে উড়োজাহাজের কার্গো হোল্ডে ৮টি পাখির খাঁচার সন্ধান মেলে। এয়ারওয়ে বিল অনুযায়ী পাখিগুলো ‘স্মার্ট ইন্টারন্যাশনাল’ আমদানি করেছে। তবে ‘সি অ্যান্ড এফ মার্ট ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান পাখিগুলো ‘পেট ওয়ার্ল্ড রাজু’ আমদানি করেছে, এমন মিথ্যা দাবি করে খালাসের চেষ্টা চালায়।

শহিদুল ইসলাম আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনার করে পাখিগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।