লাউয়াছড়া উদ্যানে ৪টি বন্য প্রাণী অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৪টি বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় এগুলো অবমুক্ত করেন মৌলভীবাজারের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল পরিদর্শক অসীম মল্লিক ও জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট বুলবুল মোল্লা। অবমুক্ত প্রাণীগুলোর মধ্যে ছিল দুইটি ভুবনচিল ও দুইটি গন্ধগোকুল। এ ছাড়া অবমুক্ত করার উদ্দেশ্যে ঢাকা থেকে আনা একটি বনরুই অসুস্থ হয়ে পড়লে সেটিকে সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়।

ঢাকা ওয়াইল্ড ক্রাইম কন্ট্রোল পরিদর্শক অসীম মল্লিক বলেন, অবমুক্ত করা প্রাণীগুলো বিভিন্ন সময়ে মানুষের হাতে ধরা পড়েছিল। তাঁরা সেগুলো উদ্ধার করে সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। লাউয়াছড়া উদ্যান অনেক বন্য প্রাণীর আবাসস্থল বলে উদ্ধার হওয়া এ প্রাণীগুলোকে এখানে এনে অবমুক্ত করা হলো।