রাঙামাটিতে মাটিচাপা পড়ে নিহত ৩ শ্রমিক

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহিলা কলেজ এলাকায় মাটি চাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ভবন নির্মাণ করার জন্য গর্ত খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, শহরের মহিলা কলেজ এলাকায় পারভেজ আক্তার নামের এক ব্যক্তির মালিকানাধীন ভবন নির্মাণের জন্য ১১ জন শ্রমিক গর্ত খুঁড়ছিলেন। পৌনে একটার দিকে শ্রমিকদের ওপর মাটি চাপা পড়ে। চাপা পড়া মাটি থেকে অন্য শ্রমিকেরা উঠতে পারলেও চারজন উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করলে শ্রমিক মো. সেন্টু মিয়া (৩৫), আনফর আলী (৬৫) ও মো. পাপ্পু আহম্মদ (১৮) মারা যান। তবে মো. সবুজ মিয়া নামে অন্য শ্রমিককে জীবন উদ্ধার করা হয়। আহত সবুজ মিয়াকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাঙামাটির কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হন।