ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চান ড. কামাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেছে গণফোরাম। দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিটি পাঠিয়েছেন গণফোরামের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজাদ হোসেন এ কথা বলেন।

ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়া বিবৃতিতে বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। দেশের সকল সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে। ঈদের পূর্বেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’

খালেদা জিয়া গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন।