পঞ্চগড়ে বজ্রপাতে কৃষিশ্রমিক নিহত

পঞ্চগড়ে বজ্রপাতে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই কৃষি শ্রমিক। রোববার সকাল ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম ওই ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার আবুল হোসেন ওরফে বিশারুর ছেলে। আহত অপর দুজন হলেন ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৮) ও ময়জদ্দীনের ছেলে মোবারক হোসেন (৩৬)।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে কামাত-কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার হোসেন বলেন, আজ রোববার সকালে আশরাফুল ইসলাম সহ সাত/আটজন শ্রমিক ফকিরপাড়া এলাকায় স্থানীয় এক কৃষকের ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হলে ভাঁড়ে করে ধানের আঁটি নিয়ে ওই কৃষকের বাড়িতে ফিরছিলেন তারা। ফেরার পথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ওই তিন শ্রমিক গুরুতর আহত হন।

পরে অন্যান্য শ্রমিকদের চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত তিন শ্রমিককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে মোবারক হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে আরিফুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।