৬ 'অভিজাত' রেস্তোরাঁয় র্যাবের অভিযান

>রান্নাঘরের মাঝখান দিয়ে চলে গেছে উন্মুক্ত পয়োনালা। নালায় জমে আছে নোংরা পানি ও আবর্জনা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এটি রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁর রান্নাঘরের চিত্র। খানা খাজানা, সিক্রেট রেসিপিসহ গুলশানের ৬টি অভিজাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন র‍্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। খাবারে রাসায়নিক দ্রব্য মেশানো, বাসি খাবার পরিবেশন এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে রেস্তোরাঁগুলোকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালত।
ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালত।
ড্রামে রাখা কয়েক দিন আগের তেঁতুল মেশানো পানি।
ড্রামে রাখা কয়েক দিন আগের তেঁতুল মেশানো পানি।
বাসি দইবড়ায় জমেছে ছত্রাক।
বাসি দইবড়ায় জমেছে ছত্রাক।
মুরগির মাংসের প্যাকেটে উল্লেখ নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ।
মুরগির মাংসের প্যাকেটে উল্লেখ নেই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ।
রঙিন চিনির শিরায় হবে জিলাপি।
রঙিন চিনির শিরায় হবে জিলাপি।