সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সঙ্গে প্রথম আলোর সমঝোতা চুক্তি

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারওয়ান বাজার, ঢাকা, ২ জুন। ছবি: আশরাফুল আলম
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে প্রথম আলোর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। কারওয়ান বাজার, ঢাকা, ২ জুন। ছবি: আশরাফুল আলম

প্রথম আলোর সঙ্গে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তিতে সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান ও প্রথম আলোর পক্ষে সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ স্বাক্ষর করেন। এ সময় হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
মতিউর রহমান বলেন, ‘আমরা যেমন কষ্ট করে কাগজটাকে তৈরি করি, আপনারা তার চেয়ে বেশি কষ্ট করে পাঠকের কাছে পৌঁছে দেন। আমরাও সব সময় চেষ্টা করি ভালো কিছু করার। যাতে পাঠকেরা পত্রিকা নিতে আগ্রহী হন।’ তিনি আরও বলেন, ‘আপনাদের সঙ্গে আমরা যা–ই করব, আলোচনা করে, মিলেমিশে করব। তাই এই যাত্রায় আপনাদের সাহায্য–সহযোগিতা চাই।’

ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, ‘আমরা সবাই প্রথম আলোকে ভালোবাসি। প্রথম আলোর সঙ্গে যে সম্পর্ক অতীতে ছিল, সেই সম্পর্ক ভবিষ্যতেও থাকবে।’

সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, প্রথম আলোর সঙ্গে সমিতির যেসব বিষয়ে সমঝোতা চুক্তি হয়েছে, ওই বিষয়গুলোর জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে সব সময় হকার্স সমিতি প্রথম আলোর পাশে থাকবে বলেও তিনি জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৬২টি কেন্দ্রের সব সুপারভাইজার, ডিস্ট্রিবিউটর ও সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ করেন।