টেকনাফ স্থলবন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই সময় বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চার মাস ধরে কাঠ আমদানি বন্ধ থাকলেও অন্যান্য পণ্য সামগ্রী আসছে। ব্যবসায়ীদের সুবিধার্থে উশুল আদায় করা পণ্য আমরা দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য যেকোনো সময় প্রস্তুত রয়েছি।’

স্থলবন্দরের কাস্টমস সুপার মো. ময়েস উদ্দিন বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ৪ থেকে ৮ জুন পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্য সামগ্রীর উশুল আদায় করা থাকলে পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

আগামী ৯ জুন রোববার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।