গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে পোশাকশ্রমিক নিহত

নিহত
নিহত

গাজীপুর মহানগরের পুবাইল থানার মেঘডুবি এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পোশাকশ্রমিকের নাম জসিম উদ্দিন (৩৮)। তিনি শেরপুরের নালিতাবাড়ি থানার মোক্তার রানীগাঁওয়ের বাসিন্দা। তিনি মহানগরের ভোগড়া এলাকার একটি পোশাক কারখানায় আয়রনম্যানের কাজ করতেন। আহত লোকজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুবাইল থানার সহকারী পরিদর্শক (এসআই) মোহাম্মদ জামিল উদ্দিন রাশেদ বলেন, সোমবার সকাল সাতটার দিকে মহানগরের চৌরাস্তা থেকে পুবাইলগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং আরও পাঁচজন আহত হন। আহত লোকজনের মধ্যে মহানগরীর ধীরাশ্রম এলাকার বাসিন্দা আবদুল সাত্তার (৫০), জয়নাল আবেদীন (২৮), আসাদ (১৫) এবং চৌরাস্তা এলাকার রাহাত (২২) ও দুলাল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।