ভালো নেই বনানীর ক্রিকেটাররা!

>২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১০ম আসরের যৌথভাবে আয়োজক হয়েছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সে বছরই বনানীর কাকলী মোড়ে সড়ক দ্বীপে ছয়জন খেলোয়াড়ের প্রতিকৃতিতে ‘অদম্য বিজয়’ নামের ভাস্কর্যটি স্থাপন করা হয়। এ বছর আবার শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর, তবে সংস্কারের অভাবে বেহাল দশা রাজধানীতে খেলোয়াড়দের নিয়ে থাকা একমাত্র ভাস্কর্যটি। ভাস্কর্যের ৬টি প্রতিকৃতির কোনোটির হাত ভাঙা, কোনোটির ঝলসে গেছে রং। সড়কদ্বীপের লতাপাতাও বেড়ে উঠছে তাঁদের গা বেয়ে।
আস্তর ভেঙে বের হয়ে গেছে কাঠামোর রড
আস্তর ভেঙে বের হয়ে গেছে কাঠামোর রড
পথচারীরা দেখেন হাত ভাঙা এক খেলোয়াড়কে
পথচারীরা দেখেন হাত ভাঙা এক খেলোয়াড়কে
‘বাংলাদেশ’ লেখাটিও এমন অবস্থায় আছে।
‘বাংলাদেশ’ লেখাটিও এমন অবস্থায় আছে।
রংচটা ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’-এর লোগো
রংচটা ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’-এর লোগো
সড়কদ্বীপের লতাপাতাও বেড়ে উঠছে তাঁদের গা বেয়ে
সড়কদ্বীপের লতাপাতাও বেড়ে উঠছে তাঁদের গা বেয়ে
সড়কদ্বীপটি সংস্কার করা হলেও অনেক অংশ ভাঙা দেখা যায়
সড়কদ্বীপটি সংস্কার করা হলেও অনেক অংশ ভাঙা দেখা যায়