দিনাজপুরে টিকিট কালোবাজারির অভিযোগে গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর কোতোয়ালি থানার বাহাদুর বাজারে বকুল স্টোর ও পৌর জামে মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুর পৌর এলাকার নাহিদ আলম রানা ওরফে নেপালি রানা (৪৭), রেল কলোনি এলাকার হারুন আলী (২৬), উপশহর এলাকার সিরাজুস সালেকীন (৩৫), পুরাতন বাহাদুর বাজার এলাকার মো. রানা (২৮) ও বিরল উপজেলার তৈমুর রহমান (২৪)।

দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল আলম পাঁচজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারিদের এই চক্রটিকে আমরা গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২১টি আসনের টিকিট উদ্ধার করা হয়েছে।’