দেশজুড়ে ঈদ-আনন্দ

সারা দেশে সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি ঈদের আনন্দকে কিছুটা ফিকে তো করেছেই। ভোগান্তির কথা জেনেও বৃষ্টি উপেক্ষা করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন দেশবাসী। সর্বস্তরের মানুষ ঈদের নামাজে শামিল হয়েছে ঠিকই। অনেকের এক হাতে ছিল জায়নামাজ, অন্য হাতে ছাতা। নামাজ শেষে করেছেন কোলাকুলি। সবার মুখেই আনন্দের হাসি। প্রথম আলোর বিভিন্ন জেলার আলোকচিত্রীরা ছবির মাধ্যমে সেই আনন্দের কিছু মুহূর্ত ফুটিয়ে তুলেছেন।
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লি। ছবি: তাফসিলুল আজিজ
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লি। ছবি: তাফসিলুল আজিজ
রংপুরে গঙ্গাড়ার সাতান্ন জামাত ঈদগাহ মাঠে ঈদের জামাত। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে গঙ্গাড়ার সাতান্ন জামাত ঈদগাহ মাঠে ঈদের জামাত। ছবি: মঈনুল ইসলাম
রাজশাহীর হজরত শাহ মখদুম রুপোশ (রহ.) মসজিদের প্রবেশপথে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। ছবি: শহিদুল ইসলাম
রাজশাহীর হজরত শাহ মখদুম রুপোশ (রহ.) মসজিদের প্রবেশপথে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য। ছবি: শহিদুল ইসলাম
রাজশাহীর সাহেব বাজার বড় রাস্তায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন নারীরাও। নামাজ শেষে কোলাকুলি। ছবি: শহিদুল ইসলাম
রাজশাহীর সাহেব বাজার বড় রাস্তায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন নারীরাও। নামাজ শেষে কোলাকুলি। ছবি: শহিদুল ইসলাম
ভুভুজেলা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে শিশুরা। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট। ছবি: আনিস মাহমুদ
ভুভুজেলা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে শিশুরা। কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দান, সিলেট। ছবি: আনিস মাহমুদ
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে ছাতা নিয়ে মুসল্লিরা জামাতে যোগ দিতে আসেন। ছবি: আনিস মাহমুদ
সিলেটের কেন্দ্রীয় শাহি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে ছাতা নিয়ে মুসল্লিরা জামাতে যোগ দিতে আসেন। ছবি: আনিস মাহমুদ
রাজনৈতিক বিভাজন ভুলে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন নেতারা। জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ
রাজনৈতিক বিভাজন ভুলে ঈদের নামাজ শেষে কোলাকুলি করছেন নেতারা। জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান, চট্টগ্রাম। ছবি: সৌরভ দাশ