গরু বাঁচাতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন কৃষক

বজ্রপাত। ফাইল ছবি
বজ্রপাত। ফাইল ছবি

গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। ঈদের নামাজ পড়ে বাড়িতে খাওয়া-দাওয়া করছেন কৃষক আবদুল সাত্তার (৪৮)। তখনই মাঠে থাকা গরুটি নিয়ে চিন্তা হয় তাঁর। বৃষ্টি আর বজ্রপাত থেকে গরুটি বাঁচাতে ছুটে যান আবদুল সাত্তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে আবদুল সাত্তার ও তাঁর গরুটি মারা যায়। আজ বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া (পশ্চিমপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। আবদুল সাত্তার ওই গ্রামের গ্যান্দা ফকিরের ছেলে।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, আবদুল সাত্তার জমি চাষের পাশাপাশি গরু লালন-পালন করতেন। আজ সকালে ঈদের নামাজ পড়ার আগে বাড়ির পাশের মাঠে তিনি একটি গরু বেঁধে রাখেন। নামাজ পড়ে বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করছিলেন সাত্তার। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। বেলা একটার দিকে আকাশের অবস্থা খারাপ হলে গরু আনতে মাঠে ছুটে যান তিনি। মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই আবদুল সাত্তার ও তার গরুটি মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম।