বেলাবতে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীর বেলাব উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোস্তাক আহমেদ (৩০)। তিনি উপজেলার নিলক্ষিয়া গ্রামের ভিকচান মিয়ার ছেলে ও বারৈচা বাসস্ট্যান্ডে অটোরিকশা স্ট্যান্ডের সিরিয়াল দেওয়ার কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার দিকে ভৈরব থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নরসিংদীর দিকে যাচ্ছিল। বারৈচা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোস্তাক আহমেদকে সেটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে প্রথমে বারৈচা বাসস্ট্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, স্থানীয় লোকজন মোটরসাইকেল ও এর এক আরোহীকে আটক করলেও চালক পালিয়ে গেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।