সন্ত্রাসীকে ধরে দিল জনতা

চট্টগ্রামের সাতকানিয়ায় এক সন্ত্রাসীকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। মো. জহির উদ্দিন ওরফে জহির আলম (৩৩) নামের ওই সন্ত্রাসীকে গতকাল শুক্রবার রাতে উপজেলার পূর্ব রূপকানিয়া এলাকার একটি সড়ক থেকে আটক করা হয়। জহির উদ্দিন পূর্ব রূপকানিয়া হাজী রহমত আলীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, জহিরের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ ছিলেন তাঁরা। মামলার থাকার কারণে পলাতক ছিলেন। কিন্তু ঈদের আগে জহির ফিরে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে প্রথম আলোকে বলেন, জহির উদ্দিনের বিরুদ্ধে থানায় ডাকাতির চেষ্টা, নাশকতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনটি মামলাসহ অনেক অভিযোগ আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে কয়েক দিন আগে এলাকায় আসেন। বাসা থেকে বের হওয়ার পর গতকাল রাতে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আজ শনিবার তাঁকে আদালতের মধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।