উত্ত্যক্ত করার জের, তিন তরুণকে গণপিটুনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আজ রোববার এক মেয়েকে উত্ত্যক্ত করার জের ধরে তিন তরুণকে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। পরে তাঁদের পুলিশি হেফাজতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মেয়ের মা বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া আহত তরুণেরা হচ্ছেন নাসির বাঙ্গালী (২২), মাসুদ রানা (২২) ও ফেরদৌস মিয়া (২১)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য জানান, সখীপুর শহরের বাসা থেকে ঈদের ছুটিতে মেয়েটি গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওই তিন ছেলে পথে তাকে উত্ত্যক্ত করেন ও তার পিছু নেন। ঈদের দুদিন পর গতকাল শনিবার নাসির ও মাসুদ মোটরসাইকেল নিয়ে মেয়েটির বাড়ির পাশে এসে আড্ডা দেন ও মেয়েটিকে উত্ত্যক্ত করেন। পরে মেয়ের মামা (রফিকুল ইসলাম) ওই বখাটেদের শাসান ও বকা দেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ওই তিনজন ওই মেয়ের মামাকে মারধর করতে একটি মোটরসাইকেলে ওই গ্রামে যায়। একপর্যায়ে গ্রামবাসী একত্র হয়ে তাঁদের তিনজনকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠান।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, ‘উত্ত্যক্ত করতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া তিনজনকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’