৪০ কেজি গাঁজাসহ আটক ৩

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ডে বেগুনবোঝাই মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের মো. বাদশা, ভাগজোতপুর গ্রামের মো. রবিউল ও ভেড়ামারা উপজেলার বিজলু।


ওসি ওবায়দুর রহমান জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে মেহেরপুর হয়ে অন্য জেলায় যাচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দি বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় বেগুনবোঝাই একটি মিনি ট্রাক সেখানে থেমে ছিল। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বেগুনের বস্তার সঙ্গে থাকা দুইটি বস্তার ভেতর থেকে থেকে ৪০ কেজি (১০ প্যাকেট) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী হিসেবে রবিউল, বাদশা ও বিজলুকে আটক করা হয়। একই সঙ্গে বেগুনবোঝাই মিনি ট্রাকটিকেও জব্দ করে মেহেরপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, আটক তিন ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।