বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ৪০ থেকে ৫০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে বিএসএমএমইউয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

আজ বুধবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আবুল হোসেন বলেন, বিএসএমএমইউয়ের উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত ২০ মার্চ বিএসএমএমইউতে ১৮০ জন মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ হাজার ৫৫৭ জন চিকিৎসক ২০০ নম্বরের ওই লিখিত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ১২ মে। পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামেন নিয়োগপ্রত্যাশী চিকিৎসকেরা।

আন্দোলনের মধ্য ওই নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণের প্রক্রিয়া শুরু করলেও আন্দোলনের মুখে গতকাল তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে উপাচার্যের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। এরপর রাতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ মামলা করে।