কেরানীগঞ্জে বাস খাদে, আহত ১৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার নাজিরেরবাগ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী ইমতিয়াজ হোসেন (৪২) বলেন, ঢাকা-মাওয়া মহাসড়ক সংযোগ সড়ক দিয়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে ঢাকার দিকে যাচ্ছিল ডিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস। দুপুর সাড়ে ১২টার দিকে নাজিরেরবাগ এলাকায় ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাঁচ থেকে সাত ফুট নিচের খাদে পড়ে যায়। এ সময় তিনি ও তাঁর ভাগনে ইলিয়াস আলী (২৩) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাইদুল আলম চৌধুরী জানান, বেলা পৌনে একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। এ পর্যন্ত কারও মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।